জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৬২

স্বর্গ যদি থাকেই তবে আছে জানো এই জগতে
নরক ভীরু ভাবছে বৃথা, ভয়ে ছুটে যায় বিপথে ।।
এইটা সেইটা কতই করে, পিছনের সুখ চেয়ে পরে
দেহের মায়া ছাড়তে নারে, খুশি হইয়া প্রাণেতে
বাতাসে মিশিয়া যাবে, চিহ্ন একটু নাহি রবে
আবার যদি আসে ভবে, থাকবেনা কার মনেতে ।।
সবেই যদি ভুলে যায়, ফল কি তবে উপাসনায়
বলাবলি শাস্ত্র কথায়, সাগর পাড়ি হয় দিতে
সেই সমুদ্দুর রয় কোনখানে, বোঝা যায়না অনুমানে
ধরা যায়না বুদ্ধিজ্ঞানে, ভেবে দেখছি কতই মতে ।।
ললাটে যা আছে লিখন, সেই ভাবেতে যায় জীবন
মিথ্যা এসব দেখছি স্বপন, দিন যাইতেছে ভাবনাতে
দেহ আত্মার শান্তি বিনে, কোনোকিছুই নাই পিছনে
জালাল উদ্দিন ভাবছে মনে, আমিই আছি ঠিক পথে ।।