ধান্দাবাজি কি কারসাজি, দেখলাম গুরুধন
সাপ দেখিয়া ময়ূর পলায়, ব্যাঙ করে তায় ভোজন ।।
গাভী আপন দুগ্ধ খায়, উপবাসে বাছুর পালায়
বিনা সুতে হাতে পায়, কে তারে করেছে বন্ধন ।।
গাঙ্গের তলায় পাখির বাসা, ডিম পাড়িতে করে আশা
সেইখানে তার যাওয়া আসা, ভালবাসা বিতরণ ।।
গাছের গোড়া আকাশেতে, ফল ধরে তার পাতালেতে
যোগ রেখেছো একটি সূতে, দিন দুনিয়ার মহাজন ।।
তারে তারে মিশাইয়া তার, তুলছেরে তান চমৎকার
ব্রহ্ম অণ্ডে খবর বার্তায়, অন্ত নাইরে আয়োজন ।।
অন্তহীন লীলার ফেরে, জালাল উদ্দীন মরছে ঘুরে
নয়ন দুটি ভাসে নীরে, সহেনা আর জ্বালাতন ।।