সারাটা জীবনে তোমারই কারণে
কত কষ্ট পেয়ে আছি মনে ।।
স্নেহের চুম্বনে আগে প্রাণে দিলে আশা
তাই সে আমি ভুলতে নারি তোমার ভালবাসা
পোড়ে অহরহ জাগিছে বিরহ, শয়নে আর স্বপনে ।।
তোমারি কারণে সদা ব্যাকুলিত রই
মরম যাতনা কারো কাছে নাহি কই
আমি তোমার হই বা না হই, প্রাণ দিয়েছি শ্রীচরণে ।।
অগ্নির কাছে পতঙ্গের পাখা পুড়ে যায়
তাই বলে কি ঝাপ না দিয়ে পিছের পানে ধায় ?
প্রাণ যদি যায় তেমনি ধারায়, হেরিবো তোর গুলবদনে ।।
দেখা দিয়ে জীবন রাখো, আর কিছু না চাই
কোথায় তুমি আছো বন্ধু, কিছুই জানি নাই
ব্যাকুল হয়ে ঘুরে বেড়াই, পাগল বলে সকল জনে ।।
ব্যাথিত বেদনা যদি বুঝিতে না পারো
দয়াময় নাম দুনিয়াতে, জালালে কয় ছাড়ো
আমার কাছে প্রেমে হারো, জেনে রাখুক ত্রিভুবনে ।।