সারাটি জীবন থাকিবো তোমারই
আশা পথে চাহিয়া
দুদিনের লাগিয়া, কেন বা আসিয়া
গিয়েছে আগুন জ্বালাইয়া ।।
কত আশা কতই কামনা
রেখেছি পিয়া অন্তর বাহিরে
হইলে গোপনে মিলন দুজনে
দেখাইবো হৃদয় চিরে ।।
ভুলে যাবো সকল জ্বালা
ছিড়িবো প্রেমের মালা
শির কেশ দিয়া বাধিবো চরণ
কোথা যাবে নাও বাহিয়া ।।
বাসর ঘরে ফুলেরই বিছানা
রহিলো খালি তোমা বিহনে
এ নব যৌবন, তোমারই কারণ
রেখেছি অতি যতনে ।।
যতদিন আর বেচে থাকি
ততদিন কাঁদবে দু আখি
জালাল উদ্দীন বলে, যাই যেন চলে
তোমারই গান গাহিয়া ।।