জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৬

আমায় তুমি দোষী বলো, তুমি কি আর বড় গুণী ?
তুমি আমায় বেশি চেনো, আমিও হয়তো কিছু জানি ।।
বলছো আমায় পাপ করতেছি, কই রাখবো তোর লিপিখানি
ভালো মন্দ যা করে যাই, আমি কই তোমার করণী ।।
তুমি চোরকে চুরি করতে কয়ে, গৃহস্থেরে দেও জাগাইয়ে
শেষে বসো হাকিম হয়ে, তুমিই চোরের শিরোমণি ।।
আমি তোমার হাতের বাঁশি, তুমি বাজাও আমি দোষী
আমি তোমায় এই জিজ্ঞাসি, ফুক না দিলেও হয় কি ধ্বনি ?
ভালবাসার ভাব জন্মায়ে, ফাদ পাতলে সাঁই মহাজনি
লাভের হার কমতি পড়লেই, রাঙা করো চোখ দুখানি ।।
বলতে পারো সৃষ্ট হয়ে, তুমি স্রষ্টার প্রতি বদগোমানি
যতই বলো তুমি আমায়, এই পর্যন্ত বেশী মানি ।।
মিটাইতে তোমার বাসনা, ফুরায় না মোর ধানা পানা
জালালে কয় আর সহেনা, তোমার মরা আমি টানি ।।