গড়িতে আদম তন, আপে সাঁই নিরঞ্জন
ভেজিলো ফেরেশতা গণ দুনিয়ার মাঝার ।।
তিন জন আসিয়া, গেলো যে ফিরিয়া
আজরাইলে নিলো মাটি জোর করে তার
নিদয় পাষান জেনে, তখন সাঁই নিরঞ্জনে
দিয়েছে সপে তারে জাকান্দানির ভার ।।
জিবরাইলে মাটি নিয়া ফেরদৌসে বসিয়া
চল্লিশ রকমের কায়া করিলো তৈয়ার
অবশেষে মকরুমেরে ছুরত দেখাইয়া তারে
গড়িতে হুকুম দিলো আপনি পরওয়ার ।।
রুহুকে হুকুম করে, যেতে তার ভিতরে
ফিরিয়া এলো রুহু দেখে অন্ধকার
নিজেই সঙ্গী হইয়া, চৈতন্য করিয়া
যতনে রাখিলো নিয়া বেহেশতো মাঝার ।।
একা থাকিতে নারে, আদমে আরজ করে
জুড়ি একজন মিলাইয়া দেও যে আমার
হাওয়া সৃষ্টি হইলো, বেহেশতে রাখিলো
নিষেধ করিয়ে দিলো গন্দম খাইবার ।।