জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৩৫

আরবে উদিলো চাঁদ, উষর মরু বিমানে
বসন্তের জঞ্ঝা যেমন বাজিলো বালুর কানে ।।
আঁধারেতে রাহে রাহে, মুক্তির গান সেই তো গাহে
আকাশ বাতাস রঙিন হায়, তাহারই নিশানে ।।
মরুতে আজ ফুটলোরে ফুল, পেয়ে তাহার চরণধুল
ভোরের বাতাস উঠলো জেগে, শিরিণি আজানে ।।
সে আমারই পারের মাঝি, তারই তরে সাজাই সাজি
শেষের বেলায় পেতে তাহায়, ব্যাকুল ব্যাথা জীবনে ।।
জাগন্ত রয়েছে শুইয়া, আমার এই ঘুম ভাঙাইয়া
জন্মের মতো জাগাইয়া, নিতে জালাল কয় চরণে ।।