মনা ভাইরে অকূল নদীয়ার জলে
ভাসিয়া যায় মোর ভেলা ।।
সঙ্গের সাথী নাইরে আমার গগনে নাই বেলা
জানলে কি আর এমন সময় করতাম আমি মেলা ?
কূল নাহি কিনারা নাই, নাইরে গাঙ্গের তলা
মন মাঝি বিমনা হইয়া কাঁদিতেছে নিরালা ।।
ঢেউয়ের ফাকে নদীর বাকে, কুম্ভীর ভাসে কালা
রক্ষাকর্তা থাকলে কেহ, এমন সময় কই রইলা ।।
ত্রিমোহনার মাঝে এলেম তিন দিকেতে তিন নালা
জালালে কয় সামনে চল, জোরে জোরে বৈঠা ফালা ।।