এত ভালোবাসিয়া প্রাণে যারে চাই
সে কী আমার কথা ভাবেনা রে ভাই ।।
জাগরণে তারে দেখিতে না পেয়ে
ঘুমের আড়ালে থাকি নয়ন রাখিয়ে
স্বপনের ঘোরে, দেখা দিবে মোরে
ঐ না আশা করে রজণী পোহাই ।।
তার পানে চাহিয়া, জীবন ভরিয়া
কত দেশে ঘুরিয়া কত কষ্ট পাই
সে ভাবে অন্তরে, ভুলে গেছি তারে
দুঃখ জানাবো কারে, এমন কেহ নাই ।।
বিরহ যাতনা আর পরাণে আমার
সহেনা যে অনিবার, পুড়ে হলেম ছাই
সুখের মিলনে জালালের সনে
ঘুমন্তের দিনে মিশে রয় যে এক ঠাই ।।