যে অভাগী প্রেম করিলো, তুই বন্ধুয়ার সাথে রে
নিঠুর কালিয়া, তুষের আগুনে পোড়ে হিয়া ।।
বন্ধুরে, যদি কাষ্ঠের আগুন হইতো, যাইতো ছালি হইয়া
প্রেমের হাইতনায় আমি রইলাম কামার পোড়া হইয়া রে ।।
বন্ধুরে, ভাইটাল নদী উজান চলে, কাপিয়া কাপিয়া
দুঃখিনীর কান্দনে বৃক্ষের পত্র যায় ঝরিয়া রে ।।
বন্ধুরে, যৌবন আমার যায় অকারণ, তোমারে না পাইয়া
আর কতকাল ঘুরবে জালাল, পাগল সাজিয়া রে ।।
নিঠুর কালিয়া, তুষের আগুনে পোড়ে হিয়া ।।