জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২১৩

আমি তুমি দুয়ের মাঝে, ঘরে একজন থাকলেই হয়
দুজনাতে ঠেলাঠেলি, গোল বাজে তাই সবসময় ।।
ঘর আমার দুয়ার আমার, আনাযানা কেন তোমার
বিশ্রাম নাহি একটু যে আর, এ যন্ত্রণা বিষময়
তোমার কাছে আমি যাইনা, আর কখনও যেতে চাইনা
তুমি একবার ঘর ছাড়োনা, দেখা দিতে কষ্ট হয় ।।
করতে হয় যা আমিই করি, তুমি নও তার অংশীদারী
কথায় কেবল বাহাদূরী, নিতে আছো সবসময়
আমার কাজে হিসাব নিয়া, আছো তুমি কি লাগিয়া
সদায় কেবল চোখ রাঙ্গাইয়া, ঈশারাতে দেখাও ভয় ।।
ইষ্ট জন হলে পরে, কিছুদিন পরে পরে
সামনে এসে জিজ্ঞাস করে, ভালোমন্দ কথা কয়
জন্মের মতো যাও ছাড়িয়া, আমি থাকি আমায় নিয়া
তা না হলে তুমিই থাকো, আমারে করিয়া লয় ।।