জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৩৫

মা তুমি গো মন মোহিনী
যুগে যুগে মায়াবেশে, সাজিয়াছো যোগিনী ।
সুখ দুঃখ জন্ম মরণ, সকলই তোমারই কারণ
সবই তোর সাধ্য সাধন, কে বোঝে তোর নিগূঢ় মাইনি ।।
গলে মোর কন্টক মালা, আর ভালো লাগেনা জ্বালা
তোমার হাতে প্রেমের তালা, তুমিই হলে মায়াবিনী ।।
কখন ভাবি পালাই ছুটে, ধরে রাখো শক্ত মুঠে
সর্বস্বধন নিয়ে লুটে, তৃপ্ত হওনা রাক্ষসিনী ।।