জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৮৪

জীবন থাকতে করো গিয়া, তোমারই এই রুপের সাধন
না খুজিলে যায়না পাওয়া, সংসারেতে অমূল্য ধন ।।
স্বরুপেতে রুপ মিশে যার, হয়ে যায় সে একই আকার
কাষ্ঠ লোহা পুড়ে অঙ্গার, আগুনেতে হয় যেমন ।।
খুজে দেখ দমের ঘরে, খেলছে খেলা চার রং ধরে
আলেপ হে মীম দাল অক্ষরে, যোগবিয়োগ আর পূরণ ভাগ ।।
আউয়ালে আহাদ ইছিম, আহম্মদ পাইলো জিছিম
আলেপ লইয়া সেই মীম, আলেপেতেই হয় গোপন ।।
আদমেতে হে অক্ষর নাই, হাওয়াতে মিশিলো সাঁই
জালালে কয় সার করে যাই, হর দমেতে নাম জপন ।।