জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৪৮

আসল নামটি কি হয় তোমার, পেলাম না আর
জানতে এবার জিজ্ঞাসা করি ।।
এক বিনে যার দুই না মিলে, এ নিখিলে
নাই তুলনা বিশ্বজুড়ি
ফলে কিন্তু রও বেনামী, জগত স্বামী
ডাকছে মানুষ জীবন ভরি ।।
নাম শুধু এক কথার ভ্রান্তি, মনের শান্তি
আর কিছু নয় আল্লা হরি
সারা জীবন ডাকলেও পরে যাবেই মরে
মিছা নামের ছড়াছড়ি ।।
দুনিয়াতে এ ভাব সে ভাব, তোমার স্বভাব
স্বভাবেরই মরা মরি
আমি গেলেই সকল গেলো, কথা রইলো
যা করে যাই জনম ভরি ।।
আছো তুমি সময় হইয়া শূণ্য লইয়া
সবখানে তোর ঘর ও বাড়ি
নবীন তুমি প্রবীণ তুমি
তুমি গেলেই আমি মরি ।।