কোন বিরহী জুড়ছেরে বারা, এমন আন্ধার ঘরে
সন্ধ্যা দুপুর নাই অবসর, ধ্যান করিয়া শুনতেছিরে ।।
বানে বারা কুলায় ঝারা, দুইজনা তার পাছে খাড়া রে
কলের ঢেকি নাহি দেখি, ধাপুর ধুপুর করতেছে রে ।।
কোন কোঠাতে শব্দ ওঠে, কোন দরজায় ধ্বনি ফোটে রে
দেখতে নারি, শুনতে নারি, ঘুইরা ফিরি জনম ভরে ।।
কেতর কেতর হাকুর হুকুর, স্বামী আছে বহু দূরে রে
খালি বাড়িত কলের চাবি, দিয়ে ক্ষান্ত আর নাহি রে ।।
মাথারই ঘাম পায়ে পড়ে, এই ভাবে জনম ভরে রে
স্বামী সুদূর বৈদেশ গেলো, চাউল করে খাওয়াবে কারে ?