জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২২০

মানুষেরই সঙ্গে ঘুরছে প্রেম তরঙ্গে
সঙ সাজিয়া রঙ্গের ঘরে খেলায় চমৎকার ।।
চার রঙ্গে উজ্জল হয়ে, আছে বিশ্ব জুড়িয়ে
দেখিতে না পারি চেয়ে, প্রভু নিরাকার
রুপের না আছে অন্ত, কোন রুপে কে হবে শান্ত
জীবন আছে যে পর্যন্ত, তালাশ করো তার ।।
আলেফ রুপে ধরে কায়া, মীমেতে লাগিলো মায়া
লাম রহিলো মধ্যস্থলে ভোগ বাসনার
হে হরফে হইলো পানি, কুদরতে কাদির গণি
রসুলের বিকিকিনি, বাজার ফাতেমার ।।
তিন জনেরই খেলা, জপিছে নামের মালা
ত্রিগুণেতে বদ্ধ পাখি, চলাফেরা তার
ওড়ে আর পড়ে, ধরিতে না কেউ পারে
নিজেই এসে ধরা পড়ে, প্রেমেরই ভাণ্ডার ।।
ভাণ্ডে গিয়া মধু খায়, সকলই তুলিয়া যায়
মিলনকালে দেখা যায়, একই আকার
জগতে ঘুরিয়া পাবেনা আর খুজিয়া
জালাল তুই ঘরে গিয়া করতে থাক বিচার ।।