রাতের পাখি ডাকি ডাকি, কোন দেশেতে উড়িয়ে যায়
পাহাড় নদী সাগর বাতাস, পড়ে থাকে ঘোর নিদ্রায় ।।
লতায় পাতায় যেসব রেখা, বন্ধুর হাতের পত্র লেখা
চর্মচক্ষে যায়না দেখা, বুঝতে হয় সব ঈশারায় ।।
কাননেতে কুসুম কলি, ঝরে ফোটে আসে অলি
রক্তজবা জুঁই শেফালী, সুন্দর হয়ে মাথা নোয়ায় ।।
স্থলে চরে জীব জানোয়ার, কত কোটি লক্ষ হাজার
সবেই দেখছি যাহার তাহার দলে মিশলেই শান্তি পায় ।।
বিশাল গভীর ঐ জলধির, তলায় কত হাঙ্গর কুমির
মৎস্য আদি নানা জাতির, কত সুখে কাল কাটায় ।।
সূর্য আকাশ তারা চান, শূণ্য হাওয়া জমি আসমান
খাটেনা কার বু্দ্ধিজ্ঞান, তৈরী করে আছে কোথায় ।।
বিচার লইয়া অনুমানে, চাই সর্বদা মনেপ্রাণে
বৃথা জালাল এ জীবনে, খুজে পাগল হলো প্রায় ।।