প্রেমের বিরহীনি রে আমি, প্রেমের বিরহীনি
কালারই প্রেমে এতো রে জ্বালা, আগে তো আর নাহিরে জানি ।।
কাছেতে বসিয়া হাসিয়া হাসিয়া, কহিয়া গেলো মুখের বাণী
আর তো সে এলোনা, দেখা এসে দিলোনা, দ্বিগুণ জ্বালাইয়া গিয়াছে ধনী ।।
শুইয়া পালঙ্কে দুইজনে রঙ্গে, কহিতাম কতই দুঃখের কাহিনী
সেই দিন ফুরালো, ছাড়িয়া গেলো, হৃদয়ে জ্বালায়ে জ্বলন্ত অগ্নি ।।
যাচিয়া যৌবন দিয়ে না পাই মন, মিছে অকারণ হয়ে কলঙ্কিনী
জালাল উদ্দীন বলে, যা থাকে কপালে, বধুর লাগি ত্যাজিবো পরাণি ।।