এই বুঝি তোর ভালোরেবাসা
কাছে না আসিয়া, দূরে থাকিয়া
দ্বিগুণ বাড়াও প্রেমের পিপাসা ।।
ধরা দিবে বলে আশা দিয়েছিলে, শেষে করিলে কূলনাশা
ভেবেছিলাম মনে কুসুম কাননে, তোমারে লইয়া খেলিবো পাশা ।।
আড়ালে থাকিয়া মুচকি হাসিয়া, আঁখিতে ইঙ্গিতে দিয়ে যাও আশা
ব্যাকুল জীবনে ভাঙ্গা পরাণে, গাছতলে এখন করাইলে বাসা ।।
সেদিন কি আর হবে, এসে ধরা দিবে, মিটাবে মোর প্রেম পিয়াসা
আসিও মরণে চাহিনা জীবনে, লইয়া গেলাম এই ভরসা ।।
বিরহের বিষে রক্ত নিলো চুষে, হায়রে নিদারুণ ভালবাসা
তোমারই লাগিয়া জালালে কাঁদিয়া, ঘরেতে বসিলো হয়ে নিরাশা ।।