জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৬৭

মানুষ আছে সবার ঘরে
ভাবুক বিনে গোপন বিষয়, সবে না বুঝিতে পারে ।।
মোহন ছবি দেখতে বাকা, চন্দ্রের সনে হয় তার দেখা
ইরা আর পিঙ্গলা নাড়ি, দুইয়ের মধ্যে ঘোরে
সুষন্মাতে ভাটি চলে, ক্রমেই ধীরে ধীরে
এক সপ্তাহে মগজ হইতে চতুর্দলে লিঙ্গ ধারে ।।
ধরিয়া নির্মল জ্যোতি, দুই সপ্তাহ করে স্থিতি
কামের আশায় জ্বালায় বাতি অর্ধচন্দ্রাকারে
ধরতে কারো সাধ্য নাহি, ফাকে ফাকে ঘোরে
সঙ্গম নইলে যায় চলিয়া, তিনদিন থেকে কামসাগরে ।।
ত্রিবেণীর ঘাটে গিয়া, রবি শশী যোগ মিশাইয়া
মানুষ বানাও হুশ করিয়া, নিজ নিজ ঘরে
বিন পুজিতে জিনিস কিনতে সকলে না পারে
জালালে কয় পাইলো যারা, জীবন লইয়াই গেছে সেরে ।।