সৌন্দর্য হয় প্রেমের সিড়ি, বেহেশতো টা ইহকাল
ভবে যারা প্রেম করে গেলো, তাদের ছিলো দেওয়ানি হাল ।।
যে যাহারে মনে মনে ভাবছে সদায় নিরলে
হৃদয় তাহার পুড়ে ছালি, তার পীরিতের অনলে
মৃত্যুকে বান্ধিয়া গলে, পাগল বেশে হয় মাতাল ।।
তাজমহলটা এত সুন্দর হইয়াছে কি কারণে
মমতাজের পরিচয় সেটা, রেখে গেলো শাহজাহানে
চেয়ে দেখলে হুশ থাকেনা, সৌন্দর্য তার বেমিছাল ।।
জড়ায়ে নেও দেহ আমার, চাদর দিয়া আতর বাসে
কব্বর দেও নিয়া ছায়াশীতল, কুঞ্জবনের একপাশে
মাশুক যদি হেথা আসে, পাইবো তবে, তার নাগাল ।।
পথিক যখন পথ হারায়ে এসে পড়বে এইখানে
দু চার কথা ভাসলে মনে, চমকে উঠবে পরাণে
চেয়ে দেখবে আকাশ পানে, ভাসছে ধনু রঙ্গিন লাল ।।
বহুদিন ঘুরাইয়া গেলাম, যে সুন্দরের তালাশে
তারে আর গেলোনা পাওয়া, চলে গেছে আকাশে
তবু জালাল আশার আশে, কানতে আছে চিরকাল ।।