তোর পীরিতের বিষে মরা, অন্তর জ্বলিয়া রে
নিঠুর কালিয়া, পিরীতের আগুনে পোড়ে হিয়া ।।
বন্ধুরে, মোহন মুরতি ধরে, আসিলে হৃদয়পুরে
যতন করিলাম কত রতন লাগিয়া
শান্তি নাহি দিলে কালা, বাড়াইলে প্রেমজ্বালা
লইয়াছি কলঙ্কের ডালা, জনমের লাগিয়ারে, নিঠুর কালিয়া ।।
বন্ধুরে, চঞ্চল যমুনার কূলে, বসিয়া কদম্বমূলে
আমারে কাঁদাও কেবল বাঁশরী বাজাইয়া
তোর কারনে কদমতলে, নিতি ভাসি নয়নজলে
সুধা বিনিময়ে দিলে গরল ঢালিয়ারে, নিঠুর কালিয়া ।।
বন্ধুরে, বিদায় কামনা করি, দেখা দেও প্রাণের হরি
অন্তিম কালেতে আমার মুখ নিরখিয়া
বলিয়ে সকল কথা, ঘুচাবে মনেরি ব্যাথা
দেখে যাবে জালাল তোরে নয়ন মেলিয়ারে, নিঠুর কালিয়া ।।