কান নাই খোদা শুনবে কীসে, জন্ম ভরা ডাকিলে আর
ডাক শোনেনা, কয়না কথা, খুশী বেজার নাই যে তার ।।
তার সনে নাই কার পরিচয়, ছায়া ছবি কিছুই না রয়
আছে কি নাই লাগে সংশয়, ভাবতে আছি অনিবার ।।
খোদার নামে যতই করে, দান দক্ষিণা এ সংসারে
মানুষই তা গ্রহণ করে, কতই করে আহার বিহার ।।
শেষের দিনে বিচারকালে, মানুষের রুপ না ধরিলে
হিসাব নিবে কি কৌশলে, শাস্তি দণ্ড ব্যাবস্থার ।।
বড় পীর গরীব নেওয়াজ, শিবলী জুনেদ মনসুর হাল্লাজ
বাজে বুস্তান, গেছু দারাজ, শামসুদ্দিন কুতুবে আর ।।
মূর্দা দেহে প্রাণ দিয়া, আওরতকে মরদ বানাইয়া
আজও ঘুরছে মানুষ হইয়া, জালালে কয় চিনা ভার ।।