আমায় ধরগো শ্যাম, পীরিতের বিষে জীবন গেলো ।।
বিষে জীবন গেলো, আমার বন্ধুয়া কই রইলো
আসবে বলে নিঠুর কালা, আরতো না আসিলো ।।
আগে যদি জানতাম বন্ধের মনে এতই ছিলো
তবে কি আর প্রেম করিয়া, এই দশা ঘটিলো ।।
বন্ধু গেছে যতদিন, ঘরেতে মোর নাই আলো
এ জীবনের কাজ কি আছে, মইলে হইতো ভালো ।।
না পোড়াইও না ভাসাইয়ো যমুনার জলো
আমি মরলে বেন্ধে রাইখো তমাল গাছের ডালো ।।
মন দিলাম প্রাণ দিলাম, আর কি তারে দেই বলো
অন্তিম কালে দিয়ে গেলাম, দুই নয়নের জলো ।।