মানুষ রতন করহে যতন, যারে তোমার প্রাণে চায় ।।
ভক্তি বিশ্বাস প্রেম, এক আধারে তিন
যাহার কাছেতে বোঝো, থাকবে চিরদিন
চণ্ডাল কিবা হউক না মোমীন, চেয়ে থাকো চরণ আশায় ।।
মানুষেতে বিবাদ ঘটে, মানুষে মিটায় গোল
মানুষেরি জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল
কাটা দিয়ে কাটা খোল, মরিসনে আর বিষের জ্বালায় ।।
নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও
অমর হতে ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও
যেখানে পিছলে পাও, উঠে দাড়াও সেই জায়গায় ।।
মনসুরে কয় নিজেই খোদা, অপরাধ নাই তার
এক ভিন্ন দ্বিতীয় কইলে, আমরা গোনাগার
বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃতে কেউ মারা যায় ।।
হারামেতে হালাল আছে, শুধু ভাবের বিপর্যয়
একই শব্দ স্থানবিশেষে ভিন্ন অর্থ হয়
ভাব বুঝিয়ে জালালে কয়, প্রেমের হাওয়া লাগলোনা গায় ।।