জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫০

উল্টা কথার ভাউ করিয়া, দিয়ে যাও হে গুরুধন
জন্মের আগে খাইতে গেলাম, ভূতের বাড়ির নিমন্ত্রণ ।।
যারে দিয়া দুনিয়া আলো, সে কেন গো দেখতে কালো
সাপের মণি ব্যাঙে নিলো, ময়ূর পালায় কি কারণ ?
পিতার যেদিন মৃত্যূ হলো, সেই দিন মা যুবতী হলো
আগেই ছেলে জন্ম নিলো, পাই না কথার নিরুপণ ।।
ভাইয়ের দেখা হইলো পথে, ভগ্নী গেলো উঠে রথে
অমাবস্যা পূর্ণিমা গতে, লাগে কোথায় চন্দ্রগ্রহণ ?
শিয়ালের শিং সাপের পাও, আমাকে নিয়ে দেখাও
জালালে কয় ঠিক বলে যাও, উল্টা তত্বের বিবরণ ।।