স্বার্থময় জগতে, মানুষ কোনোমতে
পারে যদি স্বকার্য করিতে উদ্ধার, স্বার্থময় জগতে
তাই নিয়ে সুখি হয়ে হাসির কোলাহল
আমার আমার বলে কত দেখায় গায়ের বল
প্রবল একদিন হবে দূর্বল, এ ভাবনা আসেনা আর ।।
কুকর্মেতে হয় যে ভবে, ধর্ম নির্যাতন
প্রবল হয়ে ভেসে ওঠে স্বার্থ প্রলোভন
আশার ইতি নাইরে কখন, হাসতে কাঁদতে মৃত্যু সবার ।।
পরকে ঠকাইয়া মানুষ, বাঁচলে তুই আপন
দুদিন পর তোর অন্তরে, জ্বলবে হুতাশন
হিসাব নিয়ে জালাল কয় মন পাড়ি দেওয়া হইলো ভার ।।