জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৬০

জীবন লয়ে জন্ম হয়ে, কেন আবার যেতে হয় মরে
এই তত্ত্ব কেউ জানলোনা আর, কত যুগ যুগান্তরে ।।
আত্মা রুপে খোদা প্রতি ঘটের মধ্যেই রয়
আত্মা খোদা নহে জুদা, এক পদার্থই হয়
পাঁচেতে পাঁচ মিশাইয়া লয়, যমে বেধে নেয় কাহারে ।।
দশ ইন্দ্রিয় নীরব হলে মৃত্যুর কোলে ঠাই
মৃত্যু নামটি যেই জনার, তার যে মরণ নাই
মরণের ভয় কার কিছুই নাই, আত্মা কতই ভাবেতে ।।
সুখ দুঃখের অনুভূতি, কাম দুনিয়ার পথে
ভোগ করে যায় জীবের আত্মা, কতই ভাবেতে
শক্তি এসে পড়বে হাতে, ব্রহ্মজ্ঞান জন্মিলে পরে ।।
পঞ্চভূতের পঞ্চ আত্মা, জ্ঞান চৈতন্য লইয়া
ধীরে ধীরে নীরব হবে, ইন্দ্রিয় হারাইয়া
ত্রিগুণেতে লয় হইয়া, রিক্ত দেহই থাকবে পড়ে ।।
মানুষ লীলায় হয়ে গেলে ভোগের অবসান
পরমাত্মা লয় হইবে, যেথায় মহাপ্রাণ
তেজে মিশবে তাজাল্লি শান, জালালি নাম কয় যাহারে ।।