জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৩৮

জ্বীন ফেরেশতা হুর ইনসান, সবাই চাহে তোমার কোল
দুজাহানের বাদশা তুমি, ওগো মোহাম্মদ রসুল ।।
তুমি এসে দেখা দিয়া, ওলি উল্লা যাও বানাইয়া
আপন ছুরত বদলাইয়া, ফোটো নানা রঙের ফুল ।।
বোখারা বলখ মুলতান, মদীনা আর খোরাসান
বাগদাদে আউলিয়া দেওয়ান, তুমিই যে সকলের মূল ।।
আল্লা নামে যারে কয়, আরো কত নাম তার হয়
মানুষেতে নেয় পরিচয়, মানুষে করে গণ্ডগোল ।।
যে যাহারে জানবে খাটি, তারেই গিয়া ধরো আঁটি
লেখা দেখে পরিপাটি, কোনোদিন করিসনে ভুল ।।