মানুষের ভিতরে মানুষ, তার সনে মন করো খেলা
অন্তরঙ্গে বহিরঙ্গে ধ্যান রাখিয়া সারাবেলা ।।
আগে আত্মসংযম করো, মন মানুষের সঙ্গ ধরো
নিঃশ্বাসেতে মিলন করো, বসে বসে খুব নিরালা ।।
মনের মানুষ শূণ্যের ঘোড়া, হৃদ মন্দিরে কপাট মারা
মরতে পারলে জেতা মরা, খুলিবে সেই কোঠার তালা ।।
নিজের মুরতি নিয়া, ধ্যানে বসো বিভোর হইয়া
মনের চোখেই দেখবে চাইয়া, দুনিয়া সব উজালা ।।