জীবের মাথাতে রয় চূড়ামণি, আদ্যে ব্রহ্ম হয় যে স্থিতি
মহাবিষ্ণু পেটের মধ্যে করিতেছে সুখের বসতি ।।
মুখেতে সুভদ্রা আর চক্ষে কালাচান
নাসিকাতে নিত্যানন্দ, কানে ইন্দ্রের বাণ
জিহ্বায় থেকে নারদমুণি ঘটাইছে বিঘ্ন দুর্গতি ।।
হাতে সেই গোবিন্দ রহে, বাহুতে বলরাম
কোমরেতে জগন্নাথে চালায় সকল কাম
খেতে শুইতে নাই তার বিশ্রাম, যার কাছে রয় শত শক্তি ।।
বসুমতি আছে জানো, হাটু আরো পায়
মরণের খবর সবেই ছয়মাস আগে পায়
তারে ধ্যানে জ্ঞানে রাখতে পারলে, গুরুর চরণ করো ভক্তি ।।
আঠারো মোকামের খবর নিত্যই যারা লয়
মরার আগে মরতে পারে, জিতেন্দ্রিয় হয়
রইবেনা শমনের ভয়, আত্মার সনে যার পীরিতি ।।
মণিপুরের আত্মারাম সে রক্তে মিশে রয়
সহস্রারে একাধারে সুখের মিলন হয়
জয় পরাজয় কোনদিন কি হয়, জালাল ভাবছে দিবারাতি ।।