রাজার বাড়ির অতিথখানায় রইলাম বড়ই কষ্ট করে
নারীর হাতে কামের পাখা, মাথার উপর আপনি ঘোরে ।।
লোভ নারায়ণ ভট্টাচার্য, তিনি করেন পাকের কার্য
ক্রোধ মায়া মাৎসর্য, বাটনা বাটার চাকরী করে ।।
খাবার পালা আসে যখন, ঘন্টা বাজে ঠন ঠন ঠন
ব্যাকুল হয়ে ওঠে যে মন, খাইলেও কিন্তু পেট না ভরে ।।
লেপ তোষক আছে বটে, উপরে ছারপোকায় হাটে
শুইলে কানের নিকটে মাছি মশায় মূল্য ধরে ।।
জালালে কয় এই অসুখে, নিদ্রা যাবে কেমন লোকে
রাগের পাষাণ বাধলে বুকে, মরার আগে যদি মরে ।।