জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৫৬

এমন দিন কি হবে গো সখি, এমন দিন কি হবে ?
যার লাগি মন কাঁদে অনুক্ষণ
সে কি আমায় মনে করিবে ।।
শিয়রে বসিয়া আদর করিয়া, হাসিয়া কথা কহিবে
নয়নে নয়নে বাণ বরিষণে, পরাণে পরাণ বদলি লবে ।।
নাচিয়া নাচিয়া বাহু প্রসারিয়া, আমারই বামে গিয়ে দাড়াবে
যেয়ে যমুনার জলে কদম্বতলে, নাম ধরে তার বাঁশি বাজাবে ।।
শরম ভরম ধরম করম, জাতি কূল মান সকলই যাবে
শাশুড়ির গঞ্জনা, ননদীর তাড়না, কলঙ্ক যত অলঙ্কার হবে ।।
হৃদয় আসন করে সুশোভন, মোহন বেশেতে কবে আসিবে
প্রেম বিরহী বলে প্রাণান্তকালে, আমায়নি আর দেখায়ে দিবে ।।