কাজল বরণ রুপের কন্যা, দুনিয়া তোর পাছে
তোমার মত এমন সুন্দর, আর নি কেহ আছে রে
কাজল বরণ রুপের কণ্যারে ।।
আসমানে তোর ছায়ারে কণ্যা, জমিনে তোর বাড়ি
রুপ লইয়া তোর চান সুরুজে, লাগছে কাড়াকাড়ি রে ।।
মেঘের বেলায় সিনান কর, রৌদ্রে শুকাও কেশ
বিজলী তোর মুখের হাসি, চমকে ওঠে দেশ রে ।।
গুণেতে অসীম তুমি, শক্তিতে নাই পাড়
গাছ পাথরে দিছে তোমার দেহের অলঙ্কার রে ।।
এই দুনিয়ার সবেই তোমায় বিয়ে করতে চায়
সোনার থালায় অন্ন থুইয়া গাছের পাতা খায় রে ।।
কথার বেলায় সুন্দর তুমি, দেখতে গেলেই ভুল
জালাল তোরে বিয়ে করতে হয়েছে ব্যাকুল রে ।।