জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৮৭

আর আমি দেখলামনা চোখে
আঁধার ঘরে দিনরজণী কেবা কোথায় বাঁশি ফুকে ।।
অষ্ট তলা নয়টি দুয়ার, রাস্তা হয় বাহাত্তর হাজার
নাভিকুণ্ডে গোড়া তাহার চুষিয়া খায় পরম সুখে ।।
সন্ধ্যা হয়ে আসবে যখন, বাঁশি আর না বাজবে তখন
মাটির দেহ মাটির আসন, মাটির ঢেলা পড়বে বুকে ।।
যারে লইয়া করি বড়াই, নিঃশ্বাসের বিশ্বাস নাই
বাজলে পরে কালের সানাই, ভিতরে না বাতাস ঢোকে ।।
কে হাসালো কে কাঁদালো, রঙ্গের খেলা কে পাতাইলো
আমি তার কি হইগো বলো, কার লাগিয়া কাঁদে লোকে ।।
জালাল কয় সে সার মহাজন, এলো একটু বাতাস পবন
এর জন্য সব মায়ার বন্ধন, বলাবলি হয় মুখে মুখে ।।