জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৭

কর পরশনে যেমন বেজে ওঠে তার
মম হৃদি যন্ত্র বাজে, তেমনি পরশে তোমার ।।
ছুটিছে মলয়, গাইছে কোকিল, স্থাবর জঙ্গম, অনল অনীল
একই তালে ধরিয়ে জ্বিল, আকাশ পাতাল পিছনে আর ।।
যে সুরে এই ভুবন ছাওয়া, সে রাগিণী হয়না গাওয়া
সার হয়েছে তরী বাওয়া, অকূলে না পেয়ে কিনার ।।
এক চাবিতে জন্মের মত, ঘুরছে ঘড়ির কাটা যত
গোপন থেকে চোরের মত, সদায় দিতেছে হে ঝঙ্কার ।।
কখন কাঁদি, আবার হাসি, যতই ডুবি ততই ভাসি
জানতে গেলেই গলায় ফাসি, এ তোমার ভুল নয় অবিচার ।।
ভেবে কয় জালাল উদ্দিন, এমন দিন গিয়েছে একদিন
আছো কি নাই ভাবতে গিয়ে, করতাম সোজা অস্বীকার ।।