জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৭৪

নির্বিকারে একা সে জন, অনন্তকাল তায় বিরাজে
জন্ম মৃত্যু যৌবন নিয়ে, বিশ্বজোড়া বিবর্ত মাঝে ।।
তাহারই গোপন স্থিতি, ঘেরিলো এই সৃষ্টি লীলায়
স্রষ্টা আছে বলে তাই, মানুষে পরিচয় পায়
ফুল ফুটিয়া ঝরে পড়ে, ফল আসতে রয় তার ভিতরে
চললো জগত এমনি করে, নূতন নূতন কতই সাজে ।।
নিঃশ্বাসের উপরে জীবন, চিরদিনেই করে নির্ভর
জিজ্ঞাসা রইলো জন্মভরা, পাওয়া গেলোনা তার উত্তর
সত্য মিথ্যার মধ্যিখানে, বুঝি কেবল অনুমানে
পূজা তন্ত্রমন্ত্র গুণে, ঢাক ঢোলক তাই কত বাজে ।।
দু একটি অক্ষরে লেখা, কী আছে সেই রহস্যের মূল
মর্ম উদ্ধার করতে তাহার জগত ভরেই গণ্ডগোল
অখণ্ড এই ধরাতলে, ধর্ম নিয়া যে যা বলে
জালাল তাহার বিচার করলে, কারেও পায়না সত্যকাজে ।।