জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৪৭

খোদ ভাণ্ডারেই খোদা গোপন, খুদিকে কর সাধনা
সময় তোমার সঙ্গের সাথী, তারে কেন বাধোনা ।।
বিচারেতে নাই কিছুই নাই, আপন ঘরে আপনা সাঁই
নাসিকাতে বাজে সানাই, জুদা কভু সে হয়না ।।
সে আছে ভাই যত না দিন, তুমিও তো রও ততদিন
জালে বদ্ধ মায়ার এ মীন, এক ঘরেতে দুইজনা ।।
নাম রাখিয়া হলেন নামী, বলতেছি তাই আমি আমি
আসলে যে অন্তর্যামী, তারি খেলাই যায় জানা ।।