রুপ দেখিয়া ঝাপ দিয়েছি কলঙ্ক সাগরে
ও সখিরে, ডুবলে কেউ ভাসেনা জীবন লইয়া ।।
সখিরে, কাল রুপের ঝলকেতে, প্রাণ গেছে পুড়িয়া
সেই রুপের তুলনা নাইরে জগত জুড়িয়া, ও সখিরে ।।
সখিরে, কালিয়ার কাজল আঁখি, যার পানে যায় চাইয়া
শুধু দেহ পড়ে থাকে, ময়না যায় পলাইয়া, ও সখিরে ।।
সখিরে, তোমরা যাওগে আপন ঘরে, ভরা কলসি লইয়া
আমার খবর কইয়ো দেশে, কুম্ভীরে নিলো টানিয়া, ও সখিরে ।।
সখিরে, এই ঘাটে আর কেউ এসোনা, কদমতলা দিয়া
জালালে কয় নেংটা করে, বসন নেয় কাড়িয়া, ও সখিরে
ডুবলে কেউ ভাসেনা জীবন লইয়া ।।