কেন ঘুমে অচেতন, জাগরে বেহুশ মন
অনন্ত সাগরে রবি ডুবে যায় ।।
সন্ধ্যাকালে জাগিয়া, দেখিবে চাহিয়া
ভাবিয়া চিন্তিয়া করবে হায়রে হায়
কেন বা আসিলাম, কি করিয়া গেলাম
না জানিরে শেষ কালেতে কি হবে উপায় ।।
মহাজনের ধন লইয়া ব্যাপারেতে আসিয়া
পুজি পাটা হারাইয়া মনের হেলায়
যেতে হলে দেশে পার হইবো কীসে
ঘোর নিদানে ঠেকলে এসে ঘাটের গোদারায় ।।
পাওনা রহিলো বাকী, খুলে দেখো আঁখি
খাটিবেনা ফাকিঝুকি, মিথ্যা ছলনায়
আসলের উদ্দিশ নাই, মিলাইয়া দেখ ভাই
হরিয়ে নিলো সবাই, চোরা ছয়জনায় ।।
যাত্রাকালে মিলিয়া, চুপে চুপে আসিয়া
জালালের ঘরে গিয়া চুরি করে খায়
নেশাখোরের মতো দেশে দেশে কত
নিজে না বুঝিয়া পরেরে বোঝায় ।।