মানুষ থুইয়া খোদা ভজো, এই মন্ত্রণা কে দিয়াছে
মানুষ ভজো কোরাণ খোজো, পাতায় পাতায় সাক্ষী আছে ।।
খোদার নাহি ছায়া কায়া, স্বরুপে ধরেছে মায়া
রুপে মিশে রুপের ছায়া, ফুল কলি ছয় প্রেমের গাছে ।।
আরব দেশে মক্কার ঘর, মদিনায় রছুলের কবর
বায়তুল্লায় শূণ্যের পাথর, মানুষে সব করিয়াছে ।।
মানুষে করিছে কর্ম, কত পাপ কত ধর্ম
বুঝিতে সেই নিগূঢ় মর্ম, মন মহাজন মধ্যে আছে ।।
দিলের যখন খুলবে কপাট, দেখবে তবে প্রেমের হাট
মারেফত সিদ্ধের ঘাট, সকলই মানুষের কাছে ।।
সৃষ্টির আগে পরোয়ারে, মানুষেরই রুপ নেহারে
ফেরেশতা যাইতে নারে, মানুষ তথায় গিয়াছে ।।
মানুষের সঙ্গ লইয়া, পৃথিবীতে জন্ম হইয়া
খেলতে হইলো মানুষ লইয়া, জাত বিনে কি জাতি বাচে ?
মানুষের ছবি আঁকো, পায়ের ধূলি গায়ে মাখো
শরীয়ত সঙ্গে রাখো, তত্ব বিষয় গোপন আছে ।।
জালালে কয় মনরে পাজি, করলে কত বে লেহাজি
মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হবে পাছে ।।