জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪১৮

আর কতদিন রইবেরে বন্ধু আমারে ছাড়িয়া
জন্মে জন্মে তোর লাগি মইলাম যে কাঁদিয়া রে বন্ধু ।।
স্নান করিতা ঘাটে যদি, সুন্দরী সাজিয়া
ঘাটে ঘাটে ভেসে রইতাম, কানপোনা হইয়া রে বন্ধু ।।
কোকিল কাঁদায় বিরহীরে বসন্তের কালে
তুমি আমায় কাঁদাইলে জীবন ভরিয়া রে বন্ধু ।।
বিলে ঝিলে কাঁদেরে মাছ, শুকনাতে পড়িয়া
ঝড় তুফানে বৃক্ষের কান্না শুনেনা কেউ গিয়া রে বন্ধু ।।
তরঙ্গে দরিয়া পাগল, কূলের মায়া ছাড়ে
প্রেম পাগল জালাল তোমার জনমের লাগিয়ারে বন্ধু ।।