খোদার ঘর শুধু মক্কা শরীফ, এই কথা পাগলে বলে
এমন প্রত্যয় কেমনে হবে, বিচারবোধ জাগ্রত হলে ?
প্রতি ঘটেই খোদা আছে, এ বিশ্ব ব্রহ্মাণ্ডময়
সে তো পাখির মতো খাচায় পুরে, এক স্থানেতে রাখার নয়
কেমনে রবো তার পরিচয়, চার দেয়ালের অন্তরালে ?
মনের মক্কা ঠিক করিয়া নামাজ যেজন পড়ে
হইতে পারে উপাসনা, থাকবে ধ্যানের ঘরে
চার দেয়ালে মাথা খুড়ে পরম পাওয়া কেমনে চলে ?
সেজদা দিলে চৌদিকে দাও, মনের মঠে গিয়া
ফাঁকির ঘরে নেকীর হুকুম আপনা স্বার্থ নিয়া
মতলব ধরে জগৎজুড়ে, ধর্ম প্রচার বুদ্ধি বলে ।।