জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২০৩

জনম ভরে আমার তরে, দিবানিশি কাঁদে প্রাণ
আমারে খুজিতে আমি হয়ে গেলাম পেরেশান ।।
সংসারের ঐ বাড়িঘরে, আর আমি চাহিবো কারে
কেউ রবেনা দুদিন পরে, যা দেখি আজ বর্তমান ।।
আমি আদি আমি অন্ত, অবধি হইতে পর্যন্ত
চলছি হাওয়া নাইরে ক্ষান্ত, জুড়িয়া জমি আসমান ।।
নবী চাহে বীর মুজাহেদ, আল্লা চাহে ওলি আবেদ
খুদি জানে খোদারই ভেদ, হালে মজ্জুব দিল দেওয়ান ।।
আশেকেতে অনুরাগী, হইয়াছি কলঙ্কের ভাগী
আমার লাগি বিষয় ত্যাগী, জ্বলে পুড়ে ম্রিয়মাণ ।।
জালাল তুমি দেখা দিয়া, নৌকা আমার ভাসাইয়া
জন্মের মতো যাও চলিয়া, উজল করে দুজাহান ।।