কীসের ধানা পানা, কেউ কারো না
মিছামিছি মরি ভাবিয়া, কীসের ধানাপানা ।।
বিয়ে করে যখন আমি লেগে গেলাম কাজে
ভাবে বুঝি আছি যেন লক্ষ টাকার মাঝে
সে কথা কইনা লাজে, লোক সমাজে
কেউ যদি কিছু কয় আসিয়া ।।
পাইতে গৃহিণীর মন, যা এনেছি খেটে
তৈল সাবান বাদে বাকী, তাহারই পেটে
বিলাসিতা করে কিছু নাই আজ ঘরে
আতর চন্দন মেখে সাজিয়া ।।
পরণেতে ছেড়া বস্ত্র, পেটে নাই ভাত
বেচাকেনা শেষ হায়রে গিন্নির খালি হাত
পোলাপানের দলে, বাবাঠাকুর বলে
মিষ্টির লাগি দাড়ায় ঘেরিয়া ।।
জালাল উদ্দীন বলে এসব কর্মফলে করে
কেহ ভিক্ষা মাগে আর কেউ হাতি চড়ে
কেউ দুধেভাতে, খায় দালানকোঠায়
ভাঙ্গাঘরে কেহ থাকতে পায় না ।।