জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৬

কোন পরাণে বলবো আমি, বধু তোমায় ভালবাসি
সাগর হতে একটি বিন্দু, তার চেয়ে যে আরো বেশী ।।
পর্বতের গায় পিপীলিকা, সূর্য মেখে দীপ শিখা
পূর্ণিমায় জোনাকী পোকা, কে দেখে তার রুপ রাশি ।।
সাহারা সমান তুমি, তারই একটি কণা আমি
সাহস পাইনা বলতে স্বামী, যদিও তোর প্রেম পিয়াসী ।।
শক্তি সম্পদ মোর কিছু নাই, তোমার খেয়ে জীবন বাঁচাই
মারো যখন মরিয়ে যাই, ধুলা খেলায় কাঁদি হাসি ।।
জালাল কয় মোর পথে চাওয়া, ভাগ্যে নাই পরশ পাওয়া
সার হয়েছে আসা যাওয়া, গলায় বাধা মায়ার ফাঁসি ।।