আমার আমার করে আমি পড়েছি একটা মস্ত গোলে
হলোনা সে গোল মিটানো, জীবন গেলো ভুলে ভুলে ।
তুমি যে অনন্ত অসীম, আমাতে হয়েছো সসীম
হরি আল্লা রাম কি রহিম, ডাকছি কতই বদন খুলে ।
আমারই মনগড়া নামে, ডাকছি তোমায় কতভাবে
আসল নাম না পেয়ে ভাসি, নাম সায়রের অকূল জলে ।
আমাতে নও তুমি জুদা, খুদি হতেই হলে খোদা
কেবা খুদি কেবা খোদা, গন্ধ হয়ে আছি ফুলে ।।