দিন গেলো বিফলেরে বন্ধু, দিন গেলো বিফলে
মনের মতন মানুষ রতন পাইলে যতন করিবো বলে ।।
অবলা জানিয়া এলোনা পিয়া, বসিয়া কাঁদি নিরলে
কিবা দোষে দোষী অভাগিনী দাসী, কাল শশী বসেনা ফুলে ।।
পুরুষ জাতি পাষাণ অতি, পীরিতি জানেনা কোন কালে
নারীর বেদনা বুঝিয়ে বোঝেনা, কোন পরাণে রয়েছে ভুলে ।।
গেলো দুটো আঁখি, মরণ বাকী, পৃথিবী সাক্ষী অন্তিম কালে
রয়ে গেলো আশা কুল ধর্ম নাশা, প্রেমের পিয়াসা কেন রাখিলে ।।