নৌকা বাইয়া বাইয়া যাই বিদেশের ব্যাপার করিতে ।।
ব্যাপার করিতে নারে, ঘাটে নাও লাগাইতে
পাইলে কিছু লাভের কড়ি, ফিরবোনা এই দেশেতে ।।
অকূল নদীর ব্যাকুল হাওয়া, ঢেউ লাগে সেই পাড়েতে
থরথরিয়ে কাপে তরী, তরঙ্গেরি আঘাতে ।।
ঘোর তুফানে এ জীবনে, আশা নাই আর বাঁচিতে
ডুইবে মরি হায় কি করি, অকূল দরিয়ার তলাতে ।।
জালালে কয় চলছি একা, সঙ্গী নাই মোর জগতে
মইরে গেলে কীসের মাটি, কবর আছে সঙ্গেতে ।।