জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৭৭

ভুলে পড়ে জগৎ ঘুরে, যায়না মনের অন্ধকার
সত্য বিষয় উদ্ধারিতে, প্রাণে চাহে কয়জনার ।।
নয় হাজার বৎসর গেলো, মানব নাম পরিচয় হলো
এর আগে ভেদ নাহি ছিলো, সবেই ছিলো একাকার ।।
বিধির বিধান জাগরণে, পশু ক্রমবিকাশ গুণে
মানবত্বে চলে এলো, রুপ সাজিলো চমৎকার ।।
কোটি বর্ষে রুপান্তরে, বানরের বংশ ধরে
শিম্পাঞ্জি গরিলা হয়ে শেষে বন্য মানুষ আকার ।।
মনু কিম্বা আদম বলো, একজনেই নাম প্রকাশিলো
সেই হতে নাম বিভেদ হলো, হিন্দু মুসলিম জাতি সবার ।।
সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, ভাব ব্যাবহার নানা রঙ্গে
আসল কিন্তু ঠিকই আছে, স্রষ্টা যেজন তোর আমার ।।
ক্রমোন্নতি যতই হলো, অভেদের জ্ঞান ভুলে গেলো
হিংসা এসে প্রবেশিলো, একে অন্যের অত্যাচার ।।
জালালে কয় হিংসা ছাড়ো, নিগূঢ় তত্বে সার উদ্ধারো
এক যদি সব হতে পারো, বদ্ধ রাখে সাধ্য কার ?